জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডে জড়িত সুনির্দিষ্ট তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার এ তথ্য জানান লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি।
এদিকে, এই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, ওই ছাত্রীর প্রেমঘটিত কারণেই খুন হয়েছেন জুবায়েদ।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, বর্ষা ও তার বন্ধু মাহির রহমানের প্রেমের জেরে খুন হয়েছেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন।
উল্লেখ্য, গতকাল বিকাল সাড়ে ৪টায় পুরান ঢাকার আরমানিটোলার নুর বক্স লেনের ১৫ নাম্বার বাড়িতে তিন তলার সিঁড়িতে ছুরিকাঘাতে মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেন।
বিডি-প্রতিদিন/বাজিত