জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ে এ বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভে শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাদের পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র চলছে। মেধাবী ছাত্রনেতা পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়। কোন বিচার হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সাম্য হত্যার বিচার ছাত্রদল এখনও পায়নি। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার শিকার হলো। অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, দেশের পচে গলে যাওয়া বিচারহীনতার সংস্কৃতি থেকে আপামর জনগণকে মুক্তিদিতে একটি নির্বাচিত সরকার দরকার। তারাই কেবল এই সংকট থেকে জাতিকে রক্ষা করতে পারবে। এই জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি। প্রয়োজনে আরও ঝরাতে প্রস্তুত আছি।
বিক্ষোভে সাধারণ সম্পাদক সর্দার জহুরুল হক ও সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত