হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল তুরস্কভিত্তিক এয়ার কার্গো সংস্থা এয়ার এসিটির মালিকানাধীন বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের একটি বিমান। এটি দুবাই থেকে হংকং-এর পথে আসছিল।
হংকংয়ের চেক ল্যাপ কক আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটের দিকে অবতরণের সময় বিমানটি রানওয়ের এক প্রান্তে থাকা একটি বাহনের সঙ্গে ধাক্কা খায়। এতে দুইজন বিমানবন্দর কর্মী সমুদ্রে পড়ে যান। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করলেও পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
বিমানটির চারজন ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই হংকংয়ের সিভিল এভিয়েশন বিভাগ এবং গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। হেলিকপ্টার ও নৌযানের সহায়তায় দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।
দুর্ঘটনার কারণে বিমানবন্দরের উত্তর দিকের রানওয়েটি আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে অন্য দুটি রানওয়ে সচল রয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি হংকং।
এই ঘটনায় অন্তত ১১টি কার্গো ফ্লাইট বাতিল করা হয়েছে। সকাল ১০টায় বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল