ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। একদিনের ফরম্যাটে সর্বশেষ এশিয়া কাপে খেলেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। গত এক মাস ধরে ফেরার যুদ্ধে ছিলেন উইলিয়ামসন।
আজ এক বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসন ছাড়াও দলে ফিরেছেন নাথান স্মিথ। জিম্বাবুয়ের সিরিজে চোটে পড়া এই পেস অলরাউন্ডারেরও দলে ডাক পড়েছে।
উইলিয়ামসন ও নাথানের দলে ফেরা নিয়ে নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেন, ‘কেন ও নাথান তাদের নিজ নিজ চোট এবং অসুস্থতা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করেছে। আর নাথান এখনও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে থাকলেও, তার অলরাউন্ড দক্ষতা এবং মাঠে পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে।’
আগামী ২৬ অক্টোবরের প্রথম ম্যাচের দুই দিন আগে টাওরাঙ্গায় পৌঁছাবে নিউজিল্যান্ড। ২৯ অক্টোবর হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচ ১ নভেম্বর ওয়েলিংটনে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড:
মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেইসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফোলকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (ওয়িকেটকিপার), ড্যারিল মিচেল, রচিন রবিন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।
বিডি প্রতিদিন/নাজিম