লা লিগায় শনিবার জিরোনার বিপক্ষে ম্যাচে নাটকীয় এক মুহূর্তে গোল করে বার্সেলোনাকে জয়ে ফেরালেন রোনাল্ড আরাউহো। যোগ করা সময়ে অসাধারণ এক ফিনিশিংয়ে ২-১ গোলের জয় এনে দেন উরুগুইয়ান এই ডিফেন্ডার।
৮২তম মিনিটে ম্যাচের পঞ্চম ও শেষ বদলি হিসেবে মিডফিল্ডার মার্ক কাসাদোর বদলে মাঠে নামেন আরাউহো। তখন বার্সেলোনা আক্রমণে ধুঁকছিল, রবার্ট লেভানদোভস্কি, ফেররান তোরেস, রাফিনিয়া কেউই ছিলেন না। শেষ সময়ে গোলের খোঁজে তাই কোচ হান্সি ফ্লিক সিদ্ধান্ত নেন ভিন্ন কৌশলের, আরাউহোকে স্ট্রাইকার হিসেবে খেলান।
ম্যাচ শেষে কোচ ফ্লিক বলেন,“এই পরিবর্তনের আগে আমি রোনাল্ডের সঙ্গে কথা বলি। তাকে জিজ্ঞেস করি, ‘তুমি কি এটা পারবে?’ সে বলেছিল, হ্যাঁ। সত্যিই, সে গোলমুখে অনুশীলনেও দারুণ। আজকের ম্যাচে ও বড় কিছু করে দেখাতে পারে বলেই মনে হয়েছিল।”
আর সেটাই করেছেন আরাউহো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের নিচু কাটব্যাকে দুর্দান্ত এক স্লাইড করে বল জালে পাঠান তিনি। পুরো বার্সা শিবিরে তখন উল্লাসের বিস্ফোরণ। ম্যাচ শেষে মজা করেই আরাউহো বলেন,“সবাই জানে, আমি ছোটবেলায় স্ট্রাইকার হিসেবে খেলতাম। যদি আমি স্ট্রাইকারই হতাম, তাহলে আরও অনেক গোল করতাম (হাসি)।”
তিনি আরও বলেন, “মাঠে নামার আগে বলেছিলাম, আমি একটা গোল করব। সবাই হাসছিল। পরে যখন গোল করলাম, সবাই চমকে গিয়েছিল। আমি অনেক পরিশ্রম করেছি, আজ খুব খুশি।”
এই জয়ে বার্সেলোনা পেল গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচ, এরপর এল ক্লাসিকো।
বিডি প্রতিদিন/মুসা