রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন খুনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের নেতাকর্মীরা। মরদেহ উদ্ধার করা ওই বাসার সামনে রবিবার রাত সাড়ে ৮টার পর শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল এখনো চলছে।
মরদেহ উদ্ধার করা ওই বাসার গেইট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে শিক্ষার্থীরা। এসময় তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিকাল সাড়ে ৪টায় খুনের ঘটনা ঘটলেও সন্ধ্যা সাড়ে ৬টায় কেন খবর দেওয়া হলো। খুনটি পরিকল্পিতভাবে করা হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ শিক্ষকরা উপস্থিত রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত