ফ্রান্সের প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির পর বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি সংস্কৃতি মন্ত্রী।
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাচিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, রবিবার সকালে জাদুঘর খোলার সময়ই ঘটনাটি ঘটে।
পোস্টে তিনি জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং পুলিশ সেখানে তদন্ত চালাচ্ছে।
জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য কারণবশত রবিবার জাদুঘর বন্ধ থাকবে। তবে এরচেয়ে বিস্তারিত আর কিছু জানায়নি জাদুঘর কর্তৃপক্ষ।
ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, জাদুঘর থেকে কিছু জুয়েলারি পণ্য চুরি হয়েছে। তিনজন মুখোশধারী ব্যক্তি একটি সংস্কার কাজ চলা ভবনে একটি মালবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। যেখানে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলঙ্কারসমূহ সংরক্ষিত রয়েছে। মুখোশধারীদল জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢোকে। চুরির পরে একটি স্কুটারে পালিয়ে যায়।
ল্যুভর জাদুঘর বিশ্বের অন্যতম জাদুঘর। এতে বিশ্বের বহু বিখ্যাত শিল্পকর্ম ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষিত আছে। বিশ্বে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি ল্যুভর জাদুঘর।
বিডি প্রতিদিন/এমআই