নানা বিতর্ক ও আপত্তির পর অবশেষে দুই দিনের জন্য অনুমতি পেয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ভুরঘাটা কুন্ডুবাড়ি মেলা। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ও ২২ অক্টোবর এ মেলা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবছর পাঁচ দিনব্যাপী কুন্ডুবাড়ি মেলা অনুষ্ঠিত হলেও এ বছর শুধুমাত্র দুই দিনের অনুমতি দেওয়া হয়েছে। গত বছর মেলাটি তিন দিনব্যাপী হয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবছর এই মেলাকে ঘিরে অশ্লীলতা, মাদক, জুয়া ও চাঁদাবাজিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব অনিয়মের প্রতিবাদে গত ১৬ অক্টোবর কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় আলেম সমাজ।
পরবর্তীতে মেলা আয়োজক কমিটির আবেদন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসন সীমিত পরিসরে মেলা আয়োজনের অনুমতি দেয়।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে মেলার অনুমোদন দেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, ‘দুই দিনের জন্য কুন্ডুবাড়ি মেলার অনুমতি দেওয়া হয়েছে। মেলা নির্বিঘ্নে আয়োজনের জন্য আয়োজকদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।’
প্রশাসন সূত্রে জানা গেছে, মেলা পরিচালনার জন্য মোট ১৫টি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, জুয়া ও মাদক বিক্রয় নিষিদ্ধ, উচ্চ শব্দে যন্ত্র ব্যবহার না করা, অবৈধ পণ্যের বিক্রি বন্ধ, ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর কোনো দোকান না বসানো এবং রাত ১১টার পর দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা।
মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/জামশেদ