দীর্ঘ দেড় মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) স্কোয়াডে ফিরেছেন উসমান দেম্বেলে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন লেভারকুজেনের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে ফরাসি এই উইঙ্গারকে।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় জার্মানির মাটিতে মুখোমুখি হবে পিএসজি ও লেভারকুজেন। এই ম্যাচের জন্য সোমবার ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে, যেখানে আছেন দেম্বেলেও।
গত ৫ সেপ্টেম্বর হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন দেম্বেলে। এরপর থেকে দলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে পিএসজি সাতটি ম্যাচ খেলেছে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তা ও বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছে তারা।
ফরাসি উইঙ্গারের সঙ্গে দলে ফিরেছেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মার্কিনিয়োসও। চোটের কারণে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান এই সেন্টার-ব্যাক।
চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে ৩৬ দলের অংশগ্রহণে এখন পর্যন্ত দুই রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। সমান পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও, তারা আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে পিএসজি।
বিডি প্রতিদিন/মুসা