ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেলেও টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে এখনও চিন্তিত বাংলাদেশ দল তবে সিরিজ জয় নিশ্চিত করতে প্রধান কোচ ফিল সিমন্স নিয়েছেন এক ভিন্নধর্মী প্রস্তুতির উদ্যোগ। দ্বিতীয় ম্যাচের আগে মিরপুরে ম্যাচসদৃশ পরিবেশে অনুশীলন করিয়ে ব্যাটারদের ঝালাই করেছেন তিনি।
মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডের ঠিক আগের দিন, সোমবার, দলের প্রায় সব ব্যাটারকে নিয়ে মিরপুরের সেন্টার উইকেটে অনুষ্ঠিত হয় প্রায় দুই ঘণ্টার ঘাম ঝরানো সেশন। লক্ষ্য ছিল ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করে বাস্তব অভিজ্ঞতা দেওয়া। বিশেষ করে মন্থর উইকেট ও স্পিনবান্ধব কন্ডিশনে কেমন করে খেলতে হবে, সেটিই ছিল মূল অনুশীলন।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রথম চার ব্যাটার মাত্র ৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন। সাইফ হাসান, সৌম্য সরকার, শান্ত ও হৃদয়—চারজনই স্পিনের বিপক্ষে দুর্বল ফুটওয়ার্কের কারণে আউট হন। ঠিক এই জায়গাটাতেই উন্নতি আনতে চেয়েছেন কোচ সিমন্স।
ব্যাটিং অনুশীলনে বোলিং করেছেন নাসুম আহমেদ, তানভির ইসলাম ও রিশাদ হোসেন। শুধু ব্যাটিংই নয়, তাদের বল করার সময় ফিল্ড সেট করা হয় ম্যাচের মতো করে, যাতে ব্যাটারদের সিঙ্গেল নেওয়া বা চাপের মুখে খেলার অভ্যাস তৈরি হয়।
স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন,'আমরা চেয়েছিলাম অনুশীলনটা যেন ম্যাচের মতো হয়। এতে ব্যাটারদের মাসল মেমোরি তৈরি হয়। তারা বুঝতে পারে, কাল মাঠে এমনই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।'
বিডি প্রতিদিন/মুসা