জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে রাজনীতি করবে। এনসিপি বিশ্বাস করে জনগণের স্বার্থ মানেই দেশের স্বার্থ। জুলাই সনদে যার প্রতিফলন জনগণ দেখেছে। আমার যখন দেখেছি, এই জুলাই সনদে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল, সেই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দেখি না। কীভাবে হবে যখন আমরা কোনো সঠিক ক্লিয়ারেন্স পাই না। তখন আমরা আমাদের জায়গা থেকে দায়সারা সনদে স্বাক্ষর করিনি।’
সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দলীয়ভাবে কিছু চাইনি। আমরা জুলাই সনদ বাস্তবায়নে রোডম্যাপ চাই, নিশ্চয়তা চাই। সেটা যখন আমরা দেখিনি। আমরা শুধু নির্বাচনে যাব, কয়েকটা আসন পাব, সেটাকে সামনে রেখে আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না। কারণ, এটা জনগণের আকাঙ্ক্ষার বিপরীত। আমরা আমাদের জায়গা থেকে কিন্তু দলীয়ভাবে কিছু চাইনি।
শাপলা প্রতীক বিষয়ে তিনি বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এই ধরনের লড়াই করতে হবে এতকিছুর বিরুদ্ধে, এটা খুবই অপ্রত্যাশিত। আইনিভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই। আমাদের স্পষ্ট অবস্থান, যেহেতু আইনি বাধা নেই, আমাদেরকে তারা হয় শাপলা দেবে, নাহয় কেন শাপলা দেবে না, তার আইনি ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আমরা আইনিভাবে ও রাজনৈতিকভাবে রাজপথে লড়াই করব।
এর আগে, সকাল ১০টায় তিনি জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাট জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে সমন্বয় সভা করেন। এ সময় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও বগুড়া অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদীসহ দলটির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি