নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ৩৫ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি পৌঁছে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১,০০০ রানের ঘরে। এই কৃতিত্ব গড়তে তার লেগেছে ৫১টি ম্যাচ। ব্রুক ইংল্যান্ডের ইতিহাসে দশম ব্যাটার হিসেবে এই মাইলফলক অর্জন করলেন।
২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কায়।
ব্রুকের আগে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে হাজার রান স্পর্শ করেছেন জস বাটলার (৩,৮৬৯), ইয়ন মরগান (২,৪৫৮), অ্যালেক্স হেলস (২,০৭৪), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, জেসন রয়, মঈন আলী ও কেভিন পিটারসেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে দলটি তোলে ২৩৬ রান। ওপেনার ফিল সল্ট খেলেন ৫৬ বলে ৮৫ রানের ইনিংস, যেখানে ছিল ১১টি চার ও একটি ছক্কা।
ব্রুকের ৭৮ রানের ইনিংসের পাশাপাশি শেষ দিকে জ্যাকব বেতেল ১২ বলে ২৪ রান (২ চার, ২ ছক্কা) এবং টম বেন্টন অপরাজিত ২৯ রান করে দলের রান দুই শতাধিক ছাড়িয়ে নিয়ে যান।
বিডি প্রতিদিন/মুসা