সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে স্পিন আক্রমণে কুপোকাত করেছে বাংলাদেশ। অল্প রান করেও স্পিনশক্তির কল্যাণে দাপুটে জয় পেয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে সেই স্পিন অ্যাটাক আরও জোরদার করতে নাসুম আহমেদকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজও এগোচ্ছে সেই পথে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে স্পিন আক্রমণে শক্তি বাড়াচ্ছে সফরকারীরা। মিরপুর প্রথম ওয়ানডেতে দলে ছিলেন তিন স্পিনার। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন ৩২ বছর বয়সী অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেন।
দলীর একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আকিল ২১ অক্টোবর রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস। ২৪ বছর বয়সী এই পেসার এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি।
বামহাতি অফ স্পিনার আকিল হোসেন ২০২১-২৩ সালে ৩৮ ম্যাচে ৫৭টি উইকেট শিকার করেছেন। পাশাপাশি ব্যাটিংয়েও কয়েকটি ম্যাচে ভালো ভূমিকা রেখেছেন।
মিরপুরে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের আরও দুটি ওয়ানডে হবে ২১ ও ২৩ অক্টোবর। চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর। পরবর্তী ম্যাচ দুটি হবে ২৯ ও ৩১ অক্টোবর।