নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন টাগ্রেস পেসার মারুফা আক্তার। দলীয় রানের খাতা খোলার আগে বিশমি গুনারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। মারুফার বলে এলবিডব্লিউ’য়ের শিকার হয়ে প্রথম বলেই সাজঘরে ফিরে যান গুনারত্নে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ ওভার শেষে ১ উইকেটে ৩২ রান।
এর আগে সোমবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় লঙ্কানরা।
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে আসরে শুভ সূচনা করে টাইগ্রেসরা। বিশ্বকাপে নিজেদের প্রথম লক্ষ্য পূরণের পর টানা চার ম্যাচ হারে নিগার সুলতানা জ্যোতির দল।
ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে টাইগ্রেসরা।
৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। এ অবস্থায় সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। এজন্য শেষ দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে। ভারত ৫ ম্যাচ ও নিউজিল্যান্ড ৫ ম্যাচ খেলে ৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে।
তবে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারত হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে। আজ জ্যোতিরা শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকবে বাংলাদেশ। যদি হেরে যায়, তাহলে কার্যত ছিটকে যেতে হবে বাংলাদেশকে।
বিডি-প্রতিদিন/বাজিত