চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার আমেরিকাপ্রবাসী নুরুল আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবলু বড়ুয়াকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় পটিয়া উপজেলার তেকোটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
বাবলু বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি এলাকার বাসিন্দা।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, নুরুল আলম হত্যা মামলায় আদালত বাবলু বড়ুয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। রোববার রাতে বাবলুর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী আইনিব্যবস্থা নেবে।
বিডি প্রতিদিন/কেএইচটি