নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার ম্যাচে শ্রীলঙ্কাকে ২০২ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২০৩ রান।
সোমবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
এর আগে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশকে স্বপ্নের শুরু এনে দেন মারুফা। এই ডানহাতি পেসারের ইনসুইঙ্গারে পরাস্ত হন লঙ্কান ওপেনার ভিশ্মি গুনারত্নে। লেগ বিফোরের আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ দেখে আউট দিলে ইনিংসের প্রথম বলেই উইকেট পান মারুফা।
দ্বিতীয় উইকেট জুটিতে সেই ধাক্কা কাটিয়ে উঠে শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি পৌঁছে যান ওয়ানডে ক্যারিয়ারের ৪ হাজার রানের মাইলফলকে। চামারি ও হাসিনি মিলে ৭২ রানের জুটি গড়েন। প্রথমবার বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন রাবেয়া খান। তার বলে লেগ বিফোর হয়ে ফেরার আগে চামারি ৪৩ বলে ৪৬ রান করেন।
চামারি বিদায় নিলে শ্রীলঙ্কা কিছুটা চাপে পড়ে যায়। ১০০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু হাসিনি একাই টেনে নেন শ্রীলঙ্কাকে। এর মধ্যে ছক্কা হাঁকিয়ে নিজের প্রথম ফিফটি ছোঁয়ার পথে ওয়ানডেতে ১ হাজারি ক্লাবে ঢুকে পড়েন তিনি। এরপর তার ব্যক্তিগত ৬৩ রানের সময় তার ক্যাচ ফেলে দেন রুবাইয়া হায়দার।
‘জীবন’ পাওয়া হাসিনি পরে নিলাকশি ডি সিলভার সঙ্গে জুটি গড়ে দলকে ১৮০-এর কাছাকাছি নিয়ে যান। তাদের জুটিতে আসে ৭৪ রান। ৩৮ বলে ৩৭ রান করা নিলাকশিকে বিদায় করেন স্বর্ণা আক্তার। টানা ৩ ওভারে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। হাসিনি শেষ পর্যন্ত ৩৬তম ওভারে স্বর্ণার বলে লেগ বিফোর হয়ে ফেরেন। তার ব্যাট থেকে আসে ৯৯ বলে ৮৫ রান।
১৮২ রানে হাসিনার উইকেট হারানো শ্রীলঙ্কা পরে কোনোমতে ২০০ পার হয়। নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের আটকে রাখেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।
টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। এ অবস্থায় সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। এজন্য শেষ দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে। ভারত ৫ ম্যাচ ও নিউজিল্যান্ড ৫ ম্যাচ খেলে ৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে।
তবে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারত হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে। আজ জ্যোতিরা শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকবে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত