গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহিদুল আহসান জিহাদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন, আব্দুল্লাহ ও স্বাধীন নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) রাতে টঙ্গীর মোল্লাবাড়ি এলাকার নিপ্পন গার্মেন্টসের সামনে সাহাজ উদ্দিন সরকার রোডের একটি গলিতে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি ছুটিতে টঙ্গীর বাড়িতে আসেন জিহাদ। রবিবার সন্ধ্যায় জিহাদ মায়ের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজের ফি জমা দিতে বের হন। পরে বন্ধু রহমান ও আরিফ হোসেনের সঙ্গে সাহাজ উদ্দিন সরকার রোডের একটি গলিতে ঢুকলে ৪–৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করেন। এ সময় রহমান ও আরিফ পালিয়ে যান। কিন্তু জিহাদকে একা পেয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় জিহাদ দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকা থেকে আল-আমিন, আব্দুল্লাহ ও স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে আমাদের একাধিক টিম কাজ করছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের ধরতেও অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/মাইনুল