মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে আরও ৩ শতাধিক বাংলাদেশি দেশে ফিরছেন। ২৩ অক্টোবর ত্রিপলি থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে আনার প্রস্তুতি চলছে। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের লক্ষ্যে লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে দূতাবাস। এরই ধারাবাহিকতায় লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ২৩ অক্টোবর নিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবাসনের লক্ষ্যে ত্রিপলি থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। এ ফ্লাইটের মাধ্যমে তালিকাভুক্ত ৩ শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে নিয়ে আসা হবে।