বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলায় একটি সেতুতে ফাটল দেখা দিয়েছে। এতে মহাসড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে সড়ক বিভাগ সেতুর নিচে বালুর বস্তা দিয়ে মেরামত কাজ শুরু করেছে। উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ডের ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েক দিন আগে মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ডের সেতুর নিচের দক্ষিণ অংশে ফাটল দেখা দেয়। তখন বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়। তারা গত দুই দিন ধরে সেতুর নিচে ফাটল অংশে বালুর বস্তা দিয়ে গার্ডার নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয়রা আরও জানিয়েছেন, সেতুটি বহু বছরের পুরোনো। দুই পাশেই গতিরোধক রয়েছে। যে কারণে যানবাহন চলাচলের সময় সেতুর ওপর বেশি চাপ পড়ে। ভারী যানবাহনের চাপ সইতে না পেরে পুরোনো সেতুতে ফাটল দেখা দিয়েছে। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই সব যানবাহন চলাচল করতে হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, দুর্ঘটনা এড়াতে সেতুর নিচের ফাটল অংশে বালুর বস্তা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হবে।