দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। র্যালি ও আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে হেলমেট উপহার দেওয়া হয়।
বুধবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, এবং বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এটি এম মাইনুল হাসান।
এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, সড়ক নিরাপত্তা আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই