রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ৩৩৩ রান তুলেছে পাকিস্তান। আর দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ২৩৫ রানে অস্টম উইকেট হারায়। তখন মনে হচ্ছিল, পাকিস্তান বড় লিডই পেতে যাচ্ছে। কিন্তু তা হতে দেননি সেনুরান মাথুসামি আর কাগিসো রাবাদা।
নবম উইকেটে কেশভ মহারাজের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন মাথুসামি। ৩০ রান করে মহারাজ ফিরলেও মাথুসামি তুলে নেন ফিফটি। দশম উইকেটে রাবাদাকে সঙ্গে নিয়ে তোলেন ৯৮ রান। টেস্টে শেষ উইকেটে সপ্তম সর্বোচ্চ রানের জুটি এটি।
রীতিমতো ঝড় তোলেন রাবাদা। ৩৮ বলেই তুলে নেন ফিফটি। ৪টি করে চার ও ছক্কায় ৬১ বলে করেন ৭১ রান। প্রোটিয়াদের হয়ে টেস্টে ১১ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান এখন এটি। শেষ পর্যন্ত ৪০৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৯৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান।
বিডি প্রতিদিন/কেএ