দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নারী ওয়ানডে বিশ্বকাপে বিদায় নিতে হলো পাকিস্তানকে। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়। খেলা শুরু হয় ৪০ ওভারে, তবে কয়েকবার বৃষ্টির কারণে ম্যাচ ছোট হয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১২ রান সংগ্রহ করে। পরে ডাকে বৃষ্টি আইনের ভিত্তিতে ২০ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২৩৪ রানের। কিন্তু পুরো ২০ ওভার খেলে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে মাত্র ৮৩ রান করতে সক্ষম হয়। ফলে ১৫০ রানের বিশাল হারে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে।
দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ অপরাজিত ৬৮ রান করে এবং বল হাতে ৩ উইকেট নেন, যার ফলে তিনি ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।
পাকিস্তান এই বিশ্বকাপে ৬ ম্যাচে কোন জয় পাননি। চারটি ম্যাচে হেরে গেছে এবং দুইটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তলানিতে অবস্থান করছে।
এদিকে সেমিফাইনালে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। বাকি এক স্পটের জন্য ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে লড়াই করছে, যেখানে নেট রানরেটে এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশের নারী দল প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
বিডি-প্রতিদিনি/আশফাক