কার্তিক মাস শুরু হয়ে গেলেও এখনো সুর্যের তেজ কমার কোনো নাম নেই। উত্তপ্ত প্রকৃতি, যেন পুড়ছে সিলেট।
মঙ্গলবারও সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবারেরও সর্বোচ্চ তামপাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
গেল বছরের এই সময়েও সিলেট অঞ্চলে সূর্যের এতটা তেজ ছিল না। পরম একটা মিষ্টিভাব শুরু হয়ে গিয়েছিল আশ্বিনের শেষের দিকে। কিন্তু এবার সূর্যের তেজ কমার কোনো লক্ষণই নেই। দুর্বিসহ গরম নিয়ে চিন্তায় সিলেট নগরবাসী। এরসঙ্গে যোগ করুন বিদ্যুতের লুকোচুরি। যাতায়াতের মধ্যেই আছে সিলেটের বিদ্যুৎ।
এ অবস্থায় বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত