গাজা যুদ্ধবিরতি নিয়ে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ।
নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার পেশাদার দল জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা, মিশর-ইসরায়েল সম্পর্ক, দুই দেশের মধ্যে শান্তি শক্তিশালীকরণ এবং অন্যান্য আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এখানে ট্রাম্পের পক্ষ থেকে গাজার জন্য উপস্থাপিত একটি রোডম্যাপের কথা বলা হয়েছে।
মিশরের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম ‘এক্সট্রা নিউজ’ জানিয়েছে, মিশরীয় গোয়েন্দা প্রধান ইসরায়েলে উপস্থিত মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গেও বৈঠক করবেন।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল