রংপুরে শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগ করে বিধবা নারীকে হত্যা মামলায় র্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার। বুধবার দুুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, কৃষ্ণা রানীর স্বামী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পরে তার স্বামীর অংশের ৪০ শতক জমি রেজিস্ট্রি দলিল করে দেয়ার কথা ছিল। এরই জের ধরে গত জুলাই ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা সুকৌশলে ভিকটিমের শরীরে বিষ জাতীয় দ্রব্যাদি স্যালাইন /ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে কৃষ্ণা রানীকে হত্যা করে। পরবর্তীতে নিহতের পিতা বাদী রংপুরের গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে হত্যা মামলার প্রধান আসামিকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রাম থেকে আসামি গঙ্গচড়া উপজেলার মনাকষা এলাকার মনোরঞ্জন চন্দ্র অধিকারীর ছেলে কমল চন্দ্র অধিকারী (২৮), গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম