গাইবান্ধার সাঘাটায় ইয়াবাসহ সাইফুল ইসলাম (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ২৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা এলাকার চাঁদ মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ। এর আগে ওইদিন সকাল ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সাইফুলের বসতবাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে বালিশের নিচ থেকে একটি প্লাস্টিকের বক্সের ভেতর রাখা ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, গ্রেফতার সাইফুল এসব ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে সংরক্ষণ করছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই