উয়েফা চ্যাম্পিয়নস লিগে চোটে জর্জরিত বার্সেলোনা এবার দেখাল দারুণ ঘুরে দাঁড়ানোর গল্প। দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই তারা গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে হারাল ৬–১ গোলে।
এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজ। চোট কাটিয়ে মাঠে ফিরে তিনি করেন হ্যাটট্রিক। ২২ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার গড়েছেন এক অনন্য ইতিহাস। বার্সেলোনার দীর্ঘ ইতিহাসে তিনি প্রথম স্প্যানিশ খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে তিনটি গোল করলেন।
বার্সেলোনার হয়ে এর আগে ৬০০-রও বেশি স্প্যানিশ ফুটবলার ইউরোপীয় এই টুর্নামেন্টে খেললেও কারও হ্যাটট্রিক ছিল না। লোপেজের এই কীর্তি তাই বিশেষ গুরুত্ব পেয়েছে।
এদিন বার্সার হয়ে আরও দুটি গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। বাকি একটি গোল করেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল।
চোটের কারণে মাঠে নামতে পারেননি দলের তারকা রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, দানি ওলমো ও গাভি। তবুও কোচ হান্সি ফ্লিকের দল হার থেকে শিক্ষা নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। আগের ম্যাচে পিএসজির বিপক্ষে হারের পর এই জয় তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, বিশেষ করে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’র আগে।
নিজেদের ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু স্টেডিয়াম এখন সংস্কারাধীন থাকায় বার্সেলোনা ম্যাচটি খেলেছে বিকল্প ভেন্যু এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে।
প্রথমার্ধে লোপেজের দুটি গোলেই ২–০ ব্যবধানে এগিয়ে ছিল বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় অলিম্পিয়াকোস। তবে ৫৭ মিনিটে তাদের এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বার্সা আরও দাপুটে হয়ে ওঠে।
এরপর ইয়ামাল পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান, রাশফোর্ড করেন জোড়া গোল, আর এর মাঝখানে লোপেজ পূর্ণ করেন তার হ্যাটট্রিক।
বিডিপ্রতিদিন/কবিরুল