বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে তাকে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে—হাতে স্যালাইনের নল, মুখে স্পষ্ট অসুস্থতার ছাপ। তবে কী কারণে তিনি ভর্তি হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি অভিনেত্রী।
মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে চিত্রাঙ্গদা ভক্তদের আশ্বস্ত করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “খরগোশের মতো আবার দৌড়াতে ফিরব শিগগিরই!”
এই পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়িই পুরোপুরি সুস্থ হয়ে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চান।
চিত্রাঙ্গদা সিং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’-এ অভিনয় করেছেন। এই ছবিতে তার সহশিল্পীদের মধ্যে ছিলেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফসহ একাধিক তারকা।
চিত্রাঙ্গদা খুব শিগগিরই কাজ শুরু করবেন সালমান খানের সঙ্গে ‘ব্যাটেল অব গালওয়ান’ নামে একটি আলোচিত সিনেমায়।
বিডি প্রতিদিন/মুসা