বরগুনার প্রাণ খাকদোন নদের পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক প্রচার অভিযান করেছে বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখা। স্থানীয়রা সচেতন না হলে নদটির নাব্যতা হারাবে। এতে বিপর্যস্ত হতে পারে জেলার পরিবেশ, প্রকৃতি ও ব্যবসা-বাণিজ্য।
মঙ্গলবার সকাল ১১টায় বরগুনা নদীবন্দরে খাকদোন নদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সহসভাপতি আতিকুর রহমান, সহসভাপতি জাহিদ হাওলাদার, সহসভাপতি সামছুর রহমান, সহসভাপতি সাইদুর সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল, ক্রীড়া সম্পাদক আরাফাত ইসলাম এবং বরগুনা লঞ্চঘাটের ইজারাদার সিদ্দিকুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ‘খাকদোন নদ একসময় বরগুনা শহরের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল। এই নদ দিয়েই জেলার পণ্যবাহী নৌযান ও লঞ্চ নির্বিঘ্নে চলাচল করত। স্থানীয় বাসিন্দারা নদীটিতে বিভিন্ন আবর্জনা ফেলায় এর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খাকদোন নদ বরগুনাবাসীর জীবন ও জীবিকার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।’
বক্তারা আরও জানান, নদটির অস্তিত্ব বিলীন হলে জেলার অন্তত ১৫টি প্রাকৃতিক খাল হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তারা অবিলম্বে নদী রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।
বিডি-প্রতিদিন/আশফাক