চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, চাঁদপুর প্রেসক্লাব সম্পাদক কাদের পলাশ সহ অনেকে।
এদিন জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় নিরাপদ সড়ক চাই জেলা শাখাসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বিডি-প্রতিদিন/জামশেদ