মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের নিরাপত্তা ফটকে গাড়ি নিয়ে ধাক্কা মারার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টার পরে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরে ১৭তম স্ট্রিট এবং ই স্ট্রিটের কোণে অবস্থিত গেটটিতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস।
সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর চালককে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে সিক্রেট সার্ভিসের কর্মকর্তা ও ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মকর্তারা পৌঁছে গাড়িটি পরীক্ষা করে দেখেন। তারা ঝুঁকিপূর্ণ কিছু খুঁজে পাননি।
তবে, দুর্ঘটনার কারণ ও চালকের পরিচয় জানা জানানো হয়নি। এর নেপথ্যে কোনো উদ্দেশ্য ছিল কিনা সে সম্পর্কেও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আর কোনো অতিরিক্ত তথ্য জানায়নি।
এই দুর্ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা গেছে, সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি নিবিড়ভাবে পরীক্ষা করছেন, সেটির মাপ নিচ্ছেন এবং ছবি তুলছেন।
সিক্রেট সার্ভিস আরও নিশ্চিত করেছে, দুর্ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। যদিও হোয়াইট হাউসকে লকডাউন করা হয়নি। তবে গেটের দিকে যাওয়া রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ গাড়িটিকে টেনে নিয়ে যাওয়ার পর রাস্তাটি আবার খুলে দেওয়া হয়। ঘটনার স্থানটি প্রেসিডেন্টের আবাসিক কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম দিকে এবং আমেরিকান রেড ক্রস সদর দপ্তরের কাছাকাছি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল