বসুন্ধরার শুভসংঘ সরকারি কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার আয়োজিত সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল বিজয় লাভ করেছে। এছাড়া শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি দলের সংসদ সদস্য তাসফিয়া তানজীম সুবাহ।
‘এই সংসদ আধুনিক সমাজের প্রযুক্তিনির্ভরতার প্রতি অনুশোচনা প্রকাশ করছে’ এই প্রতিপাদ্যকে নির্ধারণ করা প্রতিযোগিতায় অংশ নেয় সরকারি দল ও বিরোধী দল। এতে সরকারি দলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আনাবিয়া আফরিন শ্যাওলা। এছাড়া অংকিতা কুন্ডু মন্ত্রী সদস্য সদস্য হিসেবে ছিলেন তাসফিয়া তানজীম সুবাহ।
অন্যদিকে বিরোধী দলীয় নেতা ছিলেন জান্নাতুল মাফী খাদিজা, মন্ত্রী হিসেবে ছিলেন অনামিকা রানী পাল, সংসদ সদস্য ছিলেন সেঁজুতি মল্লিক। বিচারক মণ্ডলীতে ছিলেন সাবেক অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ডিবেট ক্লাব এর সাংগঠনিক সম্পাদক সানজিদা নাসরিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর যুগ্ম-সাংগঠনিক সম্পাদক লাবণ্য মল্লিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকারি কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের বাংলা বিভাগের প্রভাষক মৌসুমী আক্তার।
তিনি শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজনকে অত্যন্ত প্রসংশনীয় উদ্যোগ বলে সাধুবাদ জানান। শিক্ষার্থীদের ভাষা, চিন্তা ও নেতৃত্বে বিকাশে বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারি কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা সভাপতি মুসলেমিনা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাবণ্য মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্য মাহবুবা মিতা, লামিয়া রওশন, সঞ্চিতা সেতু, সাইবা সিদ্দিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে সাধারণ সম্পাদক লাবণ্য মল্লিক বলেন, বিতর্ক শুধুমাত্র যুক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়, এটি চিন্তা, বিশ্লেষণ ও মনন গঠনের এক অবিচ্ছিন্ন অনুশীলন। তরুণ প্রজন্মকে যুক্তিবাদী ও উন্নয়নমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে মুসলেমিনা সুলতানা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মপ্রকাশ ও বিশ্লেষণধর্মী মনোভাবের বিকাশ ঘটায়। বিতর্কের মধ্যে দিয়ে প্রযুক্তিনির্ভরতার সুফল ও কুফল দুটিই ভাবতে শিখিয়েছে। ভবিষ্যতেও এমন সময়োপযোগী আয়োজনের ধারাবাহিকতা থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল