ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি স্বাগতিকদের।
১০ ওভারে ১ উইকেটে ৪০ রান তুলেছিল বাংলাদেশ। পরের ১০ ওভারে দল হারিয়েছে আরও দুটি উইকেট, তুলেছে মাত্র ৩৪ রান।
একাদশ ওভারের তৃতীয় বলে গুদাকেশ মোতির বলে আকিল হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাওহিদ হৃদয়। তিনি করেন ১২ রান (২ চার)। এরপর শান্ত দলীয় ৬৮ রানের মাথায় আথানেজের বলে ব্রান্ডন কিংয়ের হাতে ধরা পড়ে ফিরে যান ১৫ রান (২ চার) করে।
বর্তমানে সৌম্য সরকার ৩০ ও নতুন ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ৪ রানে অপরাজিত আছেন।
এর আগে দলীয় ২২ রানের মাথায় আউট হয়ে ফিরে যান ওপেনার সাইফ হাসান। ১৬ বল খেলে তিনি ৬ রান করেন।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০-তে এগিয়ে টাইগাররা। আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের।
টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের একমাত্র পেসার। চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামবে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/আশফাক