কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রথমবারের মতো কলেজ বাস সার্ভিস চালু করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) পরীক্ষামূলকভাবে দুটি রুটে এ সার্ভিস চালু হয়। ১ নম্বর রুটের বাস বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয় গেট থেকে এবং ২ নম্বর রুটের বাস একই সময়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রোড থেকে যাত্রা শুরু করে। ক্লাস শেষে দুপুর ১টা ৫০ মিনিটে কলেজ থেকে বাস দুটি নিজ নিজ গন্তব্যে ফিরে যায়।
পরিবহন কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফখরুল লতিফ বলেন, ‘উপজেলা পর্যায়ের একটি সরকারি কলেজে নিজস্ব বাস সার্ভিস চালু করা সত্যিই চ্যালেঞ্জিং কাজ। অধ্যক্ষ মহোদয়ের উদ্যোগ ও সহযোগিতায় আমরা এটি বাস্তবায়ন করতে পেরেছি। শিক্ষার্থীরা যেন নিয়ম মেনে, নিরাপদে বাস ব্যবহার করে- সেটিই আমাদের প্রত্যাশা।’
কলেজের ভাইস প্রিন্সিপাল দেলোয়ার হোসেন বলেন, ‘এই বাস সার্ভিস শিক্ষার্থীদের জন্য বড় একটি স্বস্তির বিষয়। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা ছাত্রীদের জন্য এটি নিরাপদ ও সময়োপযোগী পরিবহন ব্যবস্থা। পরীক্ষামূলকভাবে শুরু হলেও প্রয়োজনে বাসের সংখ্যা ও রুট বাড়ানো হবে।’
তিনি আরও বলেন, ‘বাস দুটি শিক্ষার্থীদের বেতনের টাকায় পরিচালিত হচ্ছে এবং মালিকদের সঙ্গে চুক্তিভিত্তিক সেবা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কোনো শিক্ষানুরাগী দানবীর কলেজকে বাস দান করলে আমরা নিজস্ব বাস সার্ভিস চালু করতে পারব—এমন আশাবাদ ব্যক্ত করছি।’
বিপুলাসারগামী বাসের এক ছাত্রী বলেন, ‘আমরা যারা গ্রাম থেকে আসি, প্রতিদিন যাতায়াত করা অনেক কষ্টকর ছিল। এখন বাস সার্ভিস চালু হওয়ায় সময় বাঁচবে, নিরাপত্তাও থাকবে।’
এদিকে বাগমারাগামী বাসের এক ছাত্র বলেন, ‘কলেজের বাস সার্ভিস চালু হওয়ায় আমরা খুবই আনন্দিত। তবে সবাই নিয়ম মেনে চললে এই উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে।’
কলেজ প্রশাসন জানিয়েছে, কলেজ ড্রেস ও আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী বাসে উঠতে পারবে না। যেসব শিক্ষার্থীর আইডি কার্ড এখনো বিতরণ হয়নি, তারা ভর্তি ফি জমাদানের রশিদ প্রদর্শন করতে পারবে।
প্রশাসন আশা করছে, শিক্ষার্থীদের সচেতনতা ও সহযোগিতায় এই পরিবহন সেবা স্থায়ীভাবে চালু রাখা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ