ভারতে মাটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন ফুটবটলপ্রেমীরা। তবে সেই আশা যেন আবারো অপূর্ণই রয়ে গেল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র এর প্রতিযোগিতায় এএফসি গোয়ার বিরুদ্ধে আল নাসর এর ম্যাচে মাঠে দেখা যাবে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচ খেলতে গভীর রাতে রিয়াদ থেকে গোয়ায় পৌঁছায় সৌদি আরবের ক্লাবটি।
কিন্তু এলেন না সি আর সেভেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেয়ে সে কি উচ্ছ্বাস তাদের। সৌদি ক্লাবটির বিপক্ষে ম্যাচটিকে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে ‘ঐতিহাসিক’ ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়।
আল-নাসরের সঙ্গে নাকি সৌদি আরবের বাইরে খেলা নিয়ে চুক্তিতে আছে রোনালদো। যেখানে তিনি মধ্যপ্রাচ্যের দেশটির বাইরে কোন কোন ম্যাচে খেলবেন, তা নিজেই নির্ধারণ করতে পারেন। অর্থাৎ তিনি চাইলে বিদেশ সফরে না-ও যেতে পারেন।
এর আগে গোয়া ক্লাবের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও, রোনালদো ভারত সফরে দলের সঙ্গে থাকছেন, এমনটাই জানায় সৌদি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘আল রিয়াধিয়াহ’।
যদিও সির আর সেভেন ভারত সফর না করলেও আল নাসেরের হয়ে খেলতে এসেছেন লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে, পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্তিনেস, ফরাসি উইঙ্গার কিংসলে কোমান।
আগামীকাল বুধবার (২২ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ‘ডি’ ম্যাচ ভারতের ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে আল নাসের। প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচই রোনালদো ছাড়াই জিতেছে তারা। এতে পরের রাউন্ডে নিশ্চিতে অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে তারা।
বিপরীতে টানা দু’টি ম্যাচে হেরে ‘ডি’ গ্রুপে পয়েন্ট তালিকার তলানীতে গোয়া। তাই এই ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। গোয়ার বিপক্ষে ম্যাচের পর কিংস কাপ-এর রাউন্ড অব সিক্সটিনে করিম বেনজেমার আল-ইত্তিহাদের মুখোমুখি হবে আল-নাসের।
সেই ম্যাচের জন্যই নাকি নিজেকে প্রস্তুত রাখছেন রোনালদো। এছাড়া ৪০ বছর বয়সী রোনালদোর ওপর অতিরিক্ত চাপ দিতে চান না আল-নাসরের কোচ জর্জ জেসুস। এখন পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে তাকে মাঠে পাননি দর্শকরা।
বিডি প্রতিদিন/কামাল