শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মরিচফুল (৫০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের দুই ছেলে, দেবরের ছেলে ও ননদসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মরিচফুল ওই গ্রামের মৃত হাসেমের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিচফুলের সঙ্গে প্রতিবেশী কালামদের পরিবারের জমিজমা ও পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে মরিচফুল পাওনা টাকা চাইতে কালামের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম ধারাল দা দিয়ে মরিচফুলের পেটে একাধিক আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় মরিচফুলের দুই ছেলে শুকুর আলী, সুজন, দেবরের ছেলে সোহাগ ও ননদ জহুরা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তারা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আশফাক