জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার ( ২১ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে শাখা ছাত্রদল, ছাত্রঅধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ফাঁসি ফাঁসি, ফাঁসি চাই’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের পাশে চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আমার ভাই কবরে, খুনি বাইরে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘প্রশাসনের টালবাহানা, মানি না মানব না’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তাদের রক্ষা নেই’, ‘বিচার নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’,—সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বজিৎ চত্বর, শাঁখারি বাজার হয়ে আদালত প্রাঙ্গণে এসে সমবেত হয়।
বিডি প্রতিদিন/কেএইচটি