রাজধানীর কদমতলীতে একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪৫) নামে একজন ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় তিনি ১০ তলা নির্মাণাধীন ভবনের পাঁচতলায় কাজ করছিলেন। তিনি অসাবধানতার কারণে লিফটের ফাঁকা দিয়ে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহকর্মীরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্দিক শরিয়াতপুর জেলার সখিপুর উপজেলার কারিকাকান্দি গ্রামের বাসিন্দা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক