মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে রানের জন্য হাঁসপাস করছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জয়ী হলেও ২০৭ রান তুলতে মেহেদী মিরাজের দলকে ২৯৮ বল খেলা লাগে। সেই দিনের ধাক্কা মাথায় রেখেই আজও ব্যাটিংয়ে স্বাগতিকরা স্বচ্ছন্দ খেলতে পারছে না।
তৃতীয় ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতলে সিরিজ নিজেদের করে নেবে। টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬২ রান।। দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় ওপেনার সাইফ হাসান। পাওয়ার প্লে শেষ হয় ১ উইকেটে ৪০ রানে।
দুই সপ্তাহ আগের মতোই রান তোলার গতি কমতে থাকে। তাওহীদ হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১৭) দুই অঙ্কের ঘরে পৌঁছেই আউট হন। সৌম্য সরকার একপ্রান্তে খেলেন ৪৫ রানে, ৮৯ বলে ৩ চার ও ১ ছক্কা হাঁকান। বর্তমানে মেহেদী হাসান মিরাজ ৪২ বলে ১৪ ও নুরুল হাসান সোহান ২৬ বলে ১৪ রানে অপরাজিত।
মিরপুরের ঘূর্ণি উইকেটে সতর্কতা হিসেবে বাংলাদেশ চার স্পিনার নিয়ে খেলছে—নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও অধিনায়ক মেহেদী মিরাজ। ওয়েস্ট ইন্ডিজও চার স্পিনার নিয়ে খেলছে—খারি পিয়ের, গুড়াকেশ মোতি, আকিল হোসেন ও রস্টন চেজ।
বিডি-প্রতিদিন/ আশফাক