কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখানো পথেই এগিয়ে চলেছেন তাঁর ছেলে রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য ‘ফেডারেশন কাপ’ টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষিত ২২ সদস্যের দলে রোনালদো জুনিয়র।
এর আগে তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে মাঠে নেমেছেন পাঁচটি ম্যাচে। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে নজর কাড়েন এই উদীয়মান ফরোয়ার্ড।
বাবার মতো তিনিও বিখ্যাত ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন এবং রোনালদোর প্রাথমিক পজিশন লেফট উইং থেকেই খেলা শুরু করেছেন। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের যুব দলে খেলছেন রোনালদো জুনিয়র। এর আগে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইতালির জুভেন্টাসের একাডেমিতেও খেলেছেন।
বিডি প্রতিদিন/মুসা