ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে চার স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ।
আগের ম্যাচের একাদশে পরিবর্তন এসেছে একটি—পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজও স্পিন নির্ভর একাদশ সাজিয়েছে। তাদের দলে রয়েছেন চার স্পিনার—গুড়াকেশ মোতি, খেরি পেরি, রোস্টন চেজ এবং সদ্য বাংলাদেশে পৌঁছানো আকিল হোসেন। এছাড়া আকিম আগুয়েস্তে জায়গা পেয়েছেন একাদশে, বাদ পড়েছেন রোমারিও শেইফার্ড।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, গুড়াকেশ মোতি, খেরি পেরি, আকিল হোসেন।
বিডি-প্রতিদিন/ আশফাক