বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষকরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে মেহেরপুরের গাংনী শহরের এসএম প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন গাংনী উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান মোকাদ্দেস, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরান।
বিডি প্রতিদিন/হিমেল