মোংলায় শ্যামা পূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছে বিএনপি। মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকটি মন্দিরে গিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট আসনের মনোনয়ন প্রত্যাশী, পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। তিনি মন্দিরগুলোর উন্নয়নের জন্য নগদ অর্থ অনুদানও প্রদান করেন।
টাটিবুনিয়ার পঞ্চগ্রাম মন্দির চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলফিকার আলী। তিনি বলেন, আপনারা সনাতন সম্প্রদায়ের মানুষ দীর্ঘকাল আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়েছেন, এবার অন্তত একবার ধানের শীষে ভোট দিয়ে বিএনপির সঙ্গে থাকুন। আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব।
এর আগে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি বক্তব্যে জানিয়েছেন, তারা নৌকা ছেড়ে ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে বিএনপি আমাদের পূজাপার্বণসহ সকল ক্ষেত্রে পাশে থেকে সাহায্য ও নিরাপত্তা নিশ্চিত করেছে। এমন সহযোগিতা পূর্বে আওয়ামী লীগের আমলেও আমরা পাইনি; তারা শুধু আমাদের কাছ থেকে ভোট নিয়েছে, বিনিময়ে কিছু দেয়নি। তাই আমরা বিএনপির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে নৌকা ছেড়ে ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন, এর মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, এবং নেতা গোলাম নুর জনি, আ. রাজ্জাক ও শাহজাহান ফকির।
বিডি প্রতিদিন/হিমেল