বজ্রপাত প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পুষ্টিকর ফল তাল সংরক্ষণের লক্ষ্য নিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হলো এক অনন্য তাল বীজ বপন কর্মসূচি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা শাখার উদ্যোগে আদর্শ সদর উপজেলার গোমতী নদীর পাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোশাররফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি মো. আবু মুছা, কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি ও শুভসংঘ কুমিল্লা শাখার সভাপতি জাহিদ পাটোয়ারী, সহসভাপতি মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ভূইয়া, ইভেন্ট সম্পাদক মোতালেব হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাকিব হোসেন, কার্যকরী সদস্য আহমদ সিফাতুল্লাহ জাইম, স্থানীয় সমাজসেবক, শিক্ষক-শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে ড. মোশাররফ হোসাইন বলেন, “বর্তমানে বজ্রপাত একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে পরিণত হয়েছে। প্রতি বছর অসংখ্য প্রাণ হারাচ্ছে বজ্রপাতে। গবেষণায় প্রমাণিত, তালগাছ বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। তাই প্রতিটি গ্রামে, স্কুলের মাঠে, রাস্তার ধারে এবং কৃষিজমির পাশে তালগাছ রোপণ করা জরুরি।”
তিনি আরও বলেন, “তালগাছ শুধু বজ্রপাত প্রতিরোধেই নয়, এটি আমাদের পরিবেশ ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তালের রস, পিঠা, পায়েস, গুড় ও মিছরি গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। আবার এর পাতা দিয়ে তৈরি হয় পাখা ও মাদুর, কাঠ ব্যবহার হয় আসবাব ও ঘর নির্মাণে। এমনকি তালগাছে বাবুই পাখির বাসা গ্রামীণ জীবনের এক অনন্য সৌন্দর্য এনে দেয়।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, তালগাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে তালগাছ রোপণের আহ্বান জানান এবং শিশু-কিশোরদের এ উদ্যোগে সম্পৃক্ত করার পরামর্শ দেন।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা গোমতী নদীর পাড়ে প্রায় দুই শতাধিক তাল বীজ রোপণ করেছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও একই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সচেতনতা তৈরির এ উদ্যোগ স্থানীয়দের মাঝে সাড়া ফেলেছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তালের চারা সংরক্ষণে কাজ করবেন বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন