বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিশ্ববিদ্যালয়ের শহিদ সেলিম তালুকদার সেন্ট্রাল লাইব্রেরিকে ১০১টি মূল্যবান বই উপহার দিয়েছেন।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই বই হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা, গবেষণায় আগ্রহ সৃষ্টি এবং জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফারুক হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবি খান, আন্তর্জাতিক মানবসম্পদ বিশেষজ্ঞ ড. তাদাশি ওতাকে, বিজ্ঞান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, লাইব্রেরিয়ান হাজেরা রহমান এবং বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাখাওয়াত হোসাইনসহ আরও অনেকে।
বই হস্তান্তরের সময় ফারুক হাসান বলেন, ‘জ্ঞান বিনিময়, গবেষণা ও পাঠাভ্যাসের মাধ্যমেই দেশের ফ্যাশন ও টেক্সটাইল খাতের আগামী প্রজন্মকে সৃজনশীল ও উদ্ভাবনী করে গড়ে তুলতে হবে। এই বইগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণা, সৃজনশীলতা এবং আজীবন শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে বলে আমি আশাবাদী।’
বিইউএফটি পরিবার বই উপহারের এই মহতী উদ্যোগের জন্য চেয়ারম্যান ফারুক হাসান-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিডি-প্রতিদিন/জামশেদ