আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কার নারী ক্রিকেটার মালকি মাদারাকে বাংলাদেশ দলের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিরস্কার করেছে। গত সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে মালকি মাদারা আইসিসির আচরণবিধির লেভেল-১ ধারা ২.৫ ভঙ্গ করেছেন বলে জানানো হয়েছে।
আইসিসি অনুযায়ী, ধারা ২.৫-এ বলা আছে যে, ‘খেলোয়াড় বা সহায়ক কর্মীদের এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা নিষিদ্ধ যা কোনো ব্যাটারকে আউট হওয়ার পর অপমানিত করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়া প্রদর্শনের প্ররোচনা দিতে পারে।’
ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে, যখন মালকি মাদারা বাংলাদেশের ওপেনার ফারজানা হককে আউট করার পর তার খুব কাছাকাছি গিয়ে অতিরিক্ত উৎসব করেছিলেন। এই আচরণটি ব্যাটারদের মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে বলে আইসিসির ধারণা।
এই অপরাধের জন্য মালকি মাদারার শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা