খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটি এর যৌথ উদ্যোগে র্যালি বের করা হয়।
র্যালিটি বিল্ডিং সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদ, বি আর টি এর খাগড়াছড়ির উপ-পরিচালক মোহাম্মদ মুসা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাছেদ ও জীপ সমিতির মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি-প্রতিদিন/তানিয়া