বলিউড এখনও অভিনেতা আসরানির মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি, তার মধ্যেই এল আরও এক দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন গায়ক ঋষভ ট্যান্ডন। মঙ্গলবার রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীপাবলির ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে দিল্লি গিয়েছিলেন ঋষভ। সেখানেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
হিন্দি ও পাঞ্জাবি সঙ্গীতজগতে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন ঋষভ। বিশেষ করে ‘ফকির’ গানটি তাঁকে এনে দিয়েছিল অনন্য খ্যাতি। সেই সূত্রেই অনেকে তাঁকে ডাকতেন ‘ফকির গায়ক’ নামে। তাঁর কণ্ঠে ‘রাশনা: দ্য রে অফ লাইট’, ‘ফকির- লিভিং লিমিটলেস’ এবং সর্বশেষ ‘ইশক ফকিরানা – মেরি ইশক কি কাহানি’ গানগুলি শ্রোতাদের মন ছুঁয়ে গিয়েছিল। শেষ গানটি মুক্তি পেয়েছিল চলতি বছরের ভ্যালেন্টাইনস ডে-তে।
গায়কের এক ঘনিষ্ঠ বন্ধু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গানের পাশাপাশি ঋষভ ছিলেন এক নিবেদিত পশুপ্রেমী এবং ভক্ত মহাদেবের। তাঁর লেখা গানেও ছিল দর্শনচিন্তার ছোঁয়া, যা শ্রোতাদের মনে দাগ কেটেছে।
সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বহু গান রেকর্ড করলেও সব এখনও প্রকাশ পায়নি। মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত ও ইন্ডাস্ট্রির অন্দরে।
বিডি প্রতিদিন/মুসা