এশিয়া কাপ শেষ হলেও থামছে না ট্রফি বিতর্ক। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসন্ন ২১ নভেম্বর আইসিসির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে নাকভির বিরুদ্ধে অভিযোগ তুলবে বিসিসিআই। সেই সঙ্গে তাঁর পদত্যাগ দাবি করা হবে। ভারতের এই অবস্থানে সমর্থন দিয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও।
এশিয়া কাপের ফাইনাল মাঠে গড়ালেও, পুরস্কার বিতরণে ঘটে নাটকীয়তা। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি ফাইনালের ট্রফি বিতরণে একটি বিশেষ শর্ত দেন—ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে যেন ট্রফি গ্রহণ করতে হয় সরাসরি তাঁর হাত থেকে। কিন্তু বিসিসিআই এই শর্ত মানতে রাজি হয়নি। ফলে ট্রফি দেওয়া হয়নি ভারতীয় দলকে। নাকভি ট্রফি তুলে রাখেন নিজের দুবাই অফিসে।
বিসিসিআইয়ের মতে, এসিসি ট্রফি কোনও ব্যক্তির সম্পত্তি নয়, এটি সংগঠনের মালিকানাধীন। ট্রফি নিয়ে এমন ‘ব্যক্তিগত সিদ্ধান্ত’ গ্রহণ ক্রিকেটের চেতনার পরিপন্থী বলে মনে করে ভারতীয় বোর্ড।
ট্রফি না পেলে আইসিসির নভেম্বর সভায় আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যম জানায়, শুধু অভিযোগই নয়, মহসিন নাকভির পদত্যাগও দাবি করা হবে সেই সভায়। বিসিসিআইয়ের এমন অবস্থানে পাশে দাঁড়িয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কাও।
এদিকে নাকভির দাবি, ফাইনালের দিন ভারতীয় ক্রিকেট দলের আচরণে তিনি ‘হেয়’ হয়েছেন। তাই তিনি নিজের অবস্থান থেকে সরবেন না যতক্ষণ না তার শর্ত মানা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ট্রফি গ্রহণ করতে হবে কেবল তাঁর হাত থেকেই।
বিডি প্রতিদিন/মুসা