সিলেটে রেললাইন থেকে কলেজছাত্রের ও সুরমা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় রেললাইন থেকে কলেজছাত্র ও ক্বিন ব্রিজের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। রেলের নিচে কাটা পড়ে নিহত মতিউর রহমান সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, মতিউর রহমানের ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে তার কিছু ব্যক্তিগত ভিডিও ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়লে মানসিক চাপ নিতে না পেরে মতিউর হয়তো আত্মহত্যা করেছেন।
সিলেট রেলওয়ে থানার ওসি আবদুল কুদ্দুস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল বিকাল ৫টায় সুরমা নদীর ক্বিন ব্রিজের দক্ষিণ-পশ্চিম প্রান্তে কুমিল্লাপট্টি এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান।